Presenting the guitar chords of the beautiful Nazrul Geeti " Karar oi louho kopat".





 
** প্রথমে গানটির Chords D major scale-এ দেখানো হলো।
Chords : D, G, A , E
Strumming pattern : D-DU-DU


D  
কারার ওই লৌহকপাট


ভেঙ্গে ফেল কর রে লোপাট

A
রক্ত জমাট শিকল পূজার

D
 পাষাণ-বেদী

            G
ওরে ও তরুণ ঈশান

                  E
বাজা তোর প্রলয় বিষাণ


D.
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর


প্রাচীর ভেদি


D
গাজনের বাজনা বাজা

A
কে মালিক, কে সে রাজা,

A
কে দেয় সাজা

                  D
মুক্ত স্বাধীন সত্যকে রে?


             G
হা হা হা পায় যে হাসি,

             E
ভগবান পড়বে ফাঁসি

D
সর্বনাশী শিখায় এ হীন


তথ্য কে রে

***( এর পরের অন্তরা গুলির  Chords progression ও একই হবে)



**** এবার Chords G major scale-এ দেখানো হয়েছে । ***

G
কারার ওই লৌহকপাট


ভেঙ্গে ফেল কর রে লোপাট

D
রক্ত জমাট শিকল পূজার

G
পাষাণ-বেদী
 
            C
ওরে ও তরুণ ঈশান

                  A
বাজা তোর প্রলয় বিষাণ

G
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর


প্রাচীর ভেদি


G
গাজনের বাজনা বাজা

D
কে মালিক, কে সে রাজা,


কে দেয় সাজা মুক্ত স্বাধীন


G
সত্যকে রে?

             C
হা হা হা পায় যে হাসি,

            A
ভগবান পড়বে ফাঁসি

G
সর্বনাশী শিখায় এ হীন

 তথ্য কে রে

আপনারা এই গানটির LESSON VIDEO দেখতে পারেন নিচের PLAY BUTTON-এ CLICK করে