SINGER : SHYAMAL MITRA
SCALE : E
CHORDS : Em , D , C


Em.                  
কেন তুমি ফিরে এলে

         D
আমি অন্ধকারে

         C
খুঁজে পাই নি যারে

       D.                        Em
যদি আলোয় তারে পেলে


Em.       D
তুমি কি দেখে

             C
কথা না রেখে


C.            D.         Em
তখন তো চলে গেলেEm
মন থেকে সবই


        D
যদি যায় সরে


         C
প্রেম এলো কেন


               Em
তবে সেই পথ ধরে


Em
ছিল যদি ভালো


    C
বাসার সেই মন


C.             D
সেই ভালোবাসা কি


C.          D
যাবে ফেলে


Em.      D
তুমি কি দেখে


             C
কথা না রেখে


               D.        Em
তখন তো চলে গেলে


Em
সব শেষ হয়েমন শূন্য এখন


       D
সেই আগের মত


         C
ফিরে দেখি যত


       D
যেন হারিয়েছি সেই

Em
দেখার নয়ন

Em.                   C
অন্তরে যদি আর ঝড় ওঠে


       D
যদি সে মুখের ছবি

        Em
আর নাই ফোটে


আঁধার এই আছি

C
ভেবো না আর

C.       D
হৃদয়ে রেখেছি

C.         D
আগুন জেলে


Em.       D
তুমি কি দেখে


             C  
কথা না রেখে


                D.        Em
তখন তো চলে গেলে