ছবি - ইন্দ্রাণী 
কথা - গৌরীপ্রসন্ন মজুমদার 
সুর - নচিকেতা ঘোষ , হেমন্ত মুখোপাধ্যায় 
কণ্ঠ - হেমন্ত মুখোপাধ্যায়, গীতা দত্ত 

SCALE : F
CHORDS : Fm , D# , Cm , A#m , Gm , F , A#

Fm
নীড় ছোট ক্ষতি নেই


আকাশ তো বড়

D#
এ মন বলাকা মোর

Cm
   অজানার আহ্বানে

Fm.                     A#m
চঞ্চল পাখা মেলে ধরো



D#
  চাঁদের আখরে ওই

Fm
   আকাশের গায়

D#
  চাঁদের আখরে ঐ

Fm
  আকাশের গায় যেন

D#
  পালক লেখনী তব

Fm.            A#
  প্রেমের কবিতা লিখে যায়


Gm
সুদূর পিয়াসী পাখা

F.                  Cm
  কাঁপে থরথর

D#
এ মন বলাকা মোর


Cm.  
  অজানার আহ্বানে


Fm.                        A#m
  চঞ্চল পাখা মেলে ধরো



D#
মেঘ রোদ সব বাধা

Fm
  পার হয়ে যাও


D#
মেঘ রোদ সব বাধা

Fm
  পার হয়ে যাও তব

D#
ওই দুটি ভীরু চোখে


Fm          A#
 ভুবনেরে নাও ভরে নাও

Gm
তাই দিয়ে আপনারে


F.                 Cm
  সুন্দর করো

D#
এ মন বলাকা মোর


Cm
   অজানার আহ্বানে


Fm.                      A#m
 চঞ্চল পাখা মেলে ধরো
 
 
Capo version : 
Use capo on the 1st fret
 
 
 
 
 
 
Em
নীড় ছোট ক্ষতি নেই


আকাশ তো বড়

D
এ মন বলাকা মোর

Bm
   অজানার আহ্বানে

Em.                     Am
চঞ্চল পাখা মেলে ধরো



D
  চাঁদের আখরে ওই

Em
   আকাশের গায়

D
  চাঁদের আখরে ঐ

Em
  আকাশের গায় যেন

D
  পালক লেখনী তব

Em.            A
  প্রেমের কবিতা লিখে যায়


F#m
সুদূর পিয়াসী পাখা

E.                  Bm
  কাঁপে থরথর

D
এ মন বলাকা মোর


Bm.  
  অজানার আহ্বানে


Em.                        Am
  চঞ্চল পাখা মেলে ধরো



D
মেঘ রোদ সব বাধা

Em
  পার হয়ে যাও


D
মেঘ রোদ সব বাধা

Em
  পার হয়ে যাও তব

D
ওই দুটি ভীরু চোখে


Em          A
 ভুবনেরে নাও ভরে নাও

F#m
তাই দিয়ে আপনারে


E.                 Bm
  সুন্দর করো

D
এ মন বলাকা মোর


Bm
   অজানার আহ্বানে


Fm.                      A#m
 চঞ্চল পাখা মেলে ধরো