Song : laal pahari
Album Name : Isspecial
Singer : Soumitra Ray
Band : Bhoom


Scale : F
Chords : F,Bb,C,Fm,Dm
Strumming : D-Du-Ddudu (3/4)



C     C
ও নাগর, ও নাগর,

C      C     F
ও নাগর, ইক্কেবারে মানাইছেনা রে।



F   
লাল পাহাড়ির দেশে যা,

Dm      F
রাঙা মাটির দেশে যা,

F               C
হিতাক তোকে মানাইছেনা রে,

C     F
ইক্কেবারে মানাইছেনা রে।



F
লাল পাহাড়ি দেশে যাবি

F
হাঁড়িয়া আর মাদল পাবি,

Bb               C
মেয়ে মরদের আদর পাবি রে

C  
ও নাগর, ও নাগর,

C                  F
ও নাগর, এক্কেবারে মানাইছেনা রে।




F      
নদীর ধারে শিমুলের ফুল,


Fm
নানা পাখির বাসা রে

Fm
নানা পাখির বাসা।



F
সকালে ফুটিবে ফুল

F
সকালে ফুটিবে ফুল

Fm            F
মনে ছিল আশা রে, এমন ছিলো আশা।



F
তুই ভালোবেসে গেলি চলে..

F
ভালোবেসে গেলি চলে,

Fm
কেমন বাপের ব্যাটা রে তুই,

F
কেমন বাপের ব্যাটা।



F
ভাদর মাসে ভাদু পূজা

   F              
ওরে ভাদর মাসে ভাদু পূজা

   C F
ভাদু পূজা

F
ভাদর মাসে ভাদু পূজা

F      
ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা।



  F
ঐ কালো মেয়েটার মন মজেছে,

  F
ঐ কালো মেয়েটার মন মজেছে,

Bb     F
গলায় দিবো মালা রে

   F
তার গলায় দিবো মালা।



  F
তুই মরবি তো মরে যা

F
ইক্কেবারে মরে যা


 F              C
হিতাক তোকে মানাইছেনা রে

C      F
ইক্কেবারে মানাইছেনা রে