Ekla Ghor by Rupam Islam একলা ঘর আমার দেশ ( Fossils Band ) Bangla Song Guitar Chords
Band Name: Fosslis Bangla Band
Song: Ekla Ghor (একলা ঘর)
Singer/Composer: Rupam Islam
SCALE __Am
STRUMMING __ D-D--UUU-DUDU
GUITAR CHORDS ...
Am
এই একলা ঘর আমার দেশ
C
আমার একলা থাকার অভ্যেস
G
ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা
D
বোবা টেলিফোনের পাশে বসে
F
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
C
যদি প্রেম চায় নাটুকে বিদায়
Dm
আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার
E7
দেখি চোখ ভিজে যায় কান্নায় (x2)
Am
না না কাঁদছি না..
F
তোমায় ভাবছি না..
C G E
মনে পড়ছে না তোমাকেই..
C F
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
Dm E
সেই ফেলে আসা অতীতেই
Am
সেই ক্ষতিতেই
Am
বন্ধুদের ভিড়েও একলা একলা আমি
C
খুঁজে ফিরি লক্ষ্য আমার
G
পাল্টাচ্ছে না এই অবস্থাটা
D/F#m
যদিও পাল্টে যাওয়াই দরকার
F
তোমার বাড়ির পথে চলেছি আবার
C
দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়
Dm
জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি
E7
নাকি ঝাপসা তা ঘোর বর্ষায় (x2)
Am
না না যাচ্ছি না..
F
কোথাও যাচ্ছি না..
C G E
খুঁজে পাচ্ছি না সে পথটাকেই
Am F
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
Dm E7
সেই ভুলে যাওয়া তোমাকেই..
Am
সেই তোমাকেই...
SAME CHORDS ..
না না কাঁদছি না
তোমায় ভাবছি না
মনে পড়ছে না তোমাকেই
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতেই
না না যাচ্ছি না
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সে পথটাকেই
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ভুলে যাওয়া তোমাকেই
সেই তোমাকেই, তোমাকেই
সেই তোমাকেই..