বাজলো তোমার আলোর বেণু _bajlo tomar alor benu by Debolina Nandy song chords
Singer: Debolina Nandy
Music Recreated by: Arghya Pallab
A film by Papan
D.O.P: Partha dam
Sm STUDIO FILM & MUSIC
Music Recreated by: Arghya Pallab
A film by Papan
D.O.P: Partha dam
Sm STUDIO FILM & MUSIC
scale_ Em
strumming_ D DUDU
Em Bm C D Em
বাজলো তোমার আলোর বেণু,
Em Bm D
মাতলো রে ভুবন
বাজলো তোমার আলোর বেণু
G D
আজ প্রভাতে,
G Em G
সে সুরও শুনে খুলে দিনু মন
D Em
বাজলো, বাজলো
বাজলো তোমার আলোর বেণু,
G. Em
অন্তরে যার লুকিয়ে রাজে
মাতলো রে ভুবন
বাজলো তোমার আলোর বেণু
G D
আজ প্রভাতে,
G Em G
সে সুরও শুনে খুলে দিনু মন
D Em
বাজলো, বাজলো
বাজলো তোমার আলোর বেণু,
G. Em
অন্তরে যার লুকিয়ে রাজে
B D Em
অরুণ-বীণায় সে সুর বাজে
Em G Bm D Bm C
সেই আনন্দ'য. জ্ঞে সবা র
Em
মধুর আমন্ত্রণ।
Em Bm D
মাতলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেণু
G Em D C
আজ সমীরণ আলোয় পাগল
Em G
নবীনও সুরেরও লীলায়,
Em D C D Em
আজ শরতে আকাশবীণায়
G Em
গানের মালা বিলায়।
Em
তোমায় হারা জীবনও মম
তোমারই আলোয় নিরুপম
ভোরেরও পাখি ওঠে গাহি
তোমারই বন্দন।
মাতলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেণু
বাজলো, তোমার, আলোর বেণু
অরুণ-বীণায় সে সুর বাজে
Em G Bm D Bm C
সেই আনন্দ'য. জ্ঞে সবা র
Em
মধুর আমন্ত্রণ।
Em Bm D
মাতলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেণু
G Em D C
আজ সমীরণ আলোয় পাগল
Em G
নবীনও সুরেরও লীলায়,
Em D C D Em
আজ শরতে আকাশবীণায়
G Em
গানের মালা বিলায়।
Em
তোমায় হারা জীবনও মম
তোমারই আলোয় নিরুপম
ভোরেরও পাখি ওঠে গাহি
তোমারই বন্দন।
মাতলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেণু
বাজলো, তোমার, আলোর বেণু