Mon thak arale_Tomay amay mile( তোমায় আমায় মিলে ) Song Chords
Song : Tomay Amay Mile
Singer : Arijit Singh
Serial: Tomay Amay Mile
Singer : Arijit Singh
Serial: Tomay Amay Mile
Original scale - C
pattern - 3/4
strum - D DUDU
C Em
মন থাক আড়ালে
F G C
মাঝে মাঝে ছুঁতে আসা
C Em
জানি হাত বাড়ালে
জানি হাত বাড়ালে
F G C
ধরা দেবে ভালোবাসা,
D G
তুমি পথ চেনো
D G
পাশে আছি জেনো
D G
আমাকেও সঙ্গে নিলে,
C A# F G C
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
C A# F G C
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
SAME CHORDS
যতদূর যায় চোখ, পাশে আছি আমি তোমার
আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার।
তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।
থেকে যাবো তোমায় আমায় মিলে।
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
SAME CHORDS
যতদূর যায় চোখ, পাশে আছি আমি তোমার
আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার।
তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।
থেকে যাবো তোমায় আমায় মিলে।
C
ঘুমে রোজ আসে যে,
ঘুমে রোজ আসে যে,
G
সামনে কি আসবেনা সে?
F
স্বপ্নের সেই মানুষ
স্বপ্নের সেই মানুষ
C G C
সত্যি কি থাকবে পাশে?
SAME CHORDS
যদি পাশে থাকো, হাতে হাত রাখো
সব পাবো ভরসা দিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।
থেকে যাবো তোমায় আমায় মিলে।
SAME CHORDS
যদি পাশে থাকো, হাতে হাত রাখো
সব পাবো ভরসা দিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।
থেকে যাবো তোমায় আমায় মিলে।