Prithibita Naki Choto Hote Hote _পৃথিবীটা নাকি ছোট হতে হতে (Moheener Ghoraguli ) Song Chords
Song : Prithibita Naki Choto Hote Hote
Band : Moheener Ghoraguli
Album : Aabaar Bochhor Kuri Pore
Vocal : Krosswindz Band
Composer And Lyricist : Gautam Chattopadhyay
Label : Asha Audio
Band : Moheener Ghoraguli
Album : Aabaar Bochhor Kuri Pore
Vocal : Krosswindz Band
Composer And Lyricist : Gautam Chattopadhyay
Label : Asha Audio
ORGINAL SCALE _ Em
CAPO _ 3RD FRET
SCALE _ Am
PATTER _ 3/4
STRUM _ D DUDU
****
Am
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
C
Satellite আর cable এর হাতে
Am A#
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী।
Am A# Am
আ হা হা হা, আ হা.. আ হা হা
Am
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
C
যোগাযোগ আজ হাতের মুঠোতে,
Am A#
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি।
Am A# Am
আ হা হা হা, আ হা.. আ হা হা
Am
ভেবে দেখেছো কী ?
G
তারারাও যত আলোকবর্ষ দূরে,
F
তারও দূরে,
F E Am
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। (২)
Am
সারি সারি মুখ আসে আর যায়
C
নেশাতুর চোখ টিভি পর্দায়,
Am A#
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি।
Am A# Am
আ হা হা হা, আ হা.. আ হা হা
SAME CHORDS ...
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা,
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি।
আ হা হা হা, আ হা..
ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারও দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। (২)
স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গাতো তো নেই তোমার আমার,
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দী।
আ হা হা হা, আ হা..
তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়,
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী।
আ হা হা হা, আ হা..
ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারও দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। (২)