Song _ Arjit Singh 

Strumming _ D DU UDU 


Amaj7       Emaj7

উম উম উম আ আ 

B7.            C#m7

 আ আ 


C#m7.  

জমছে এক পাহাড় 

F#m7 

অসহ্য অবিচার ,

B7.                         Emaj7

স্তব্ধ হয়ে ছিল তারা ব্যস্ততা হাজার 


F#m7.    

তাই যে নাই খেয়াল , 

Am

পেছনেই দেয়াল 

Emaj7           

যে যেমন সে নিচ্চি মেনে

B.                 G#

নাম দিয়ে কপাল ।


Amaj7                    B7                

কেউ মরণ অকাল কেউ ভয়ে কাতর 

Emaj7.                                        Amaj7 

কেউবা নিরুপায় বা অসহায় হয়ে পাথর ।


A               E           

আর কবে আর কবে ,

B.                               C#m

আর কবে আর কবে আর কবে ।


আর কবে আর কবে ,

আর কবে আর কবে আর কবে ।



Amaj7.                      E

আর কবে আর কবে কন্ঠ শক্তি পাবে ,

B.                                C#m 

আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে ;

আর কবে আর কবে সিক্ত হবে হৃদয় ,

আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে ।