Mon Amar Ek Notun _মন আমার এক নতুন মস্তানি শিখেছে Song Chords
Song : Mon Amar Ek Notun
Movie: Biyer Phool
Artists: Kumar Sanu, Vijayta Pandit
SCALE - G
PATTERN - 4/4
STRUM. - D D UUD DUDU
G C
বলবো কী করে কী হল আমার
G D
কী হারালো আর কী এলো আমার
G. Em. D.
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
G. Em D.
আদরে আবদারে চোখে সে লিখেছে
C. G Am G
তুমি যে আমার তুমি আরতো কারো না
Dsus4 D
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা ।
G. Em. D.
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
G. Em D.
আদরে আবদারে চোখে সে লিখেছে
------------
G. D
এলো শুভদিন আজ আমার জীবনে
G D
মিলবো দুজনায় এক শুভ লগ্নে,
C. G. Am G
আমায় ফেলে আর কারোর সাথে চলবেনা
Dsus4 D
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা ।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে ।
G D G
আমার যত প্রেম, নাও দিলাম তোমাকে
G D
তোমার যা আছে, দাও সবই আমাকে ।
C G Am G
ভালোবাসি আর তুমি কাউকে বলবে না
Dsus4 D
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা ।
SAME CHORDS ..
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে ।
তুমি যে আমার তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা ।