Eto ta poth /এতটা পথ ..Rupam Islam (Fossils 2002) Song Chords
Song – Aro Ekbar Cholo Fire Jai
Singer – Rupam Islam
Album – Fossils (2002)
Deep – guitar, backing vocals And composer
Allan Ao – guitar, backing vocals
Chandra – bass, backing vocals
Snehasish And Tanmoy – drums, percussion
ORGINAL SCALE - Fm
CAPO - 1ST FRET
SCALE - Em
STRUM. - D D UUU DUDU
Em
এতটা পথ পেরিয়ে
G
এসেছি তবু দু’জনে
A
যেনো হয়ে গেছি আরো
C D
অচেনা অচেনা
Em
স্বপ্নেরা তবু খুজে যায়,
G
জীবনের শেষ সীমানায়
A
আছে কি রাখা বাঁচার
C D
ঠিকানা, ঠিকানা ..
Em
আরো একবার চলো ফিরে যাই,
G
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
A C
আকাশের হাতছানিতে সাড়া দিই
D Em
কি হবে না ভেবে।
Em
আরো একবার হাতটা ছুঁয়ে দেখ ,
G
আজও আমাদের ইচ্ছেগুলো এক
A C
আমি জানি তুই আবার হারাবি
D Em
নিজেকে, নিজেকে ..
Em
আরো একবার রাজি আমি,
G
আমি রাজি ঝুঁকি নিতে
A
তোর চোখে উঁকি দিতে
C B
সম্মোহনের আমন্ত্রনে (x2)
D G
বেশি কথা থাক বলোনা,
C D
থেকে শেখা গেছে ছলনা
C
পরিবর্তন এলোনা তবু মনে ..
ইয়ে .
SAME CHORDS ....
স্বপ্নেরা তবু খুজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা..
আরো একবার চলো ফিরে যাই,
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে।
আরো একবার হাতটা ছুঁয়ে দেখ,
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে, নিজেকে ..