আয় তবে সহ চরী _ বিভাগ _ Ay tobe sohochori _ bivag
রাগ : ছায়ানট
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1286
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1879
আয় তবে সহ চরী
হাতে হাতে ধরি ধরি
না চিবি ঘিরি ঘিরি
গা হিবি গান -
আন্ তবে বী ণা
আআ আআ আআ আ
সপ তম সু রে
বাঁধ্ তবে তান -
পাশ রিব ভাব না
পাশ রিব যাত না
রাখি বপ্র মোদে ভরি
দিবা নিশি মন প্রাণ
আন্ তবে বী ণা
আআ আআ আআ আ
সপ তম সু রে
বাঁধ্ তবে তান -
ঢালো ঢালো শশ ধর
ঢালো ঢালো জোছ না
সমী রণ বহে যারে
ফুলে ফুলে ঢলি ঢলি
উল সিত তটি নী
ইই ইই ইই ইই
উথ লিত গীত রবে
খুলে দেরে মন প্রাণ
